Small Size:- জিনিস টা ব্যাবহার না করে রিভিউ দেওয়া উচিত হতো না । তাই ব্যাবহার করেও রিভিউ দিচ্ছি । আমি প্রথমবার হতে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে কাপটা একটু শক্ত । কিন্তু ব্যাবহার এর পর বুঝেছি যে একদম পারফেক্ট । বেশি সফট হলে লিকেজ হয়ে যাওয়ার ভয় থাকে । যারা নিবো নিবো করে মেনস্টউয়াল কাপ নিচ্ছেন না তারা নিয়ে ফেলুন । প্যাড এর সাথে difference টা বুঝে যাবেন ।