1
মেন্সট্রুয়াল কাপ এবং সানিটারি প্যাড/ন্যাপকিনের দামের পার্থক্য
একটা কাপ 5-10 বছর পর্যন্ত ব্যবহার করতে হলে কাপের গুনগত মান অবশ্যই ভালো হওয়া জরুরি।
-অতএব কাপের দাম বেশি নাকি কম সেটা আপনার প্যাড এর সাথে মিলিয়ে নিবেন
- এবং এই কাপ প্যাড থেকে কত গুন বেশি সাশ্রয়ী ও পরে শান্তি পাওয়া যায় সেটা ব্যবহার না করলে কখনোই বুঝবেন না।
-দামের সাথে অন্য সব সুবিধা গুলোও মাথায় রাখতে হবে
-10 বছরের জন্য আপনার প্যাড কিনতে কত খরচ হবে?
12×10=120 মাস,
একবছরে
12মাস×100টাকা=1200টাকা
তাহলে 5 বছরে,
60মাস×100টাকা=6000টাকা
ছয় হাজার টাকা
আর 10 বছরে,
120 মাস×100টাকা=12000টাকা
বার হাজার টাকা
2
মেন্সট্রুয়াল কাপের উপকারিতা ও মেন্সট্রুয়াল কাপ এবং সানিটারি প্যাডের/ন্যাপকিনের মধ্যে পার্থক্য
- মেন্সট্রুয়াল কাপ থাকলে আপনার প্রত্যেক মাসে প্যাড কেনার জন্য আলাদা করে টাকা খরচ করা লাগছে না।
- কিন্তু প্যাড ব্যবহার করলে প্রত্যেক মাসে প্যাড কেনার জন্য আলাদা করে টাকা খরচ করা লাগছে ।
- মেন্সট্রুয়াল কাপ পিরিয়ড চলাকালীন সময় একবার বের করে ব্লাড ফেলে -পানি দিয়ে ধুয়ে আবার ব্যবহার করা যায়।
- কিন্তু প্যাড একবার ব্যবহার করেই ফেলে দিতে হয় ।
- মেন্সট্রুয়াল কাপ ব্যবহারের সময় প্রস্রাব ও পিরিয়ড এর রাস্তা আলাদা হওয়ায় প্রস্রাব করার সময় আপনাকে কাপটি খুলতে বা সরাতে হবে না।
- যারা আবাসিক হলে থাকেন বা কলেজ ইউনিভার্সিটি এর স্টুডেন্ট তাদের হলের বা মেসের ওয়াশরুম অনেক সময় পরিষ্কার থাকে না। যার জন্য অনেক সমস্যার মধ্যে পড়তে হয় প্যাড পরতে অথবা বারবার গিয়ে পাল্টিয়ে সেটা ফেলে দিতে।
- মেডিকেল গ্রেড(FDA Approved) সিলিকন রাবার দিয়ে তৈরী হওয়ায় এটাতে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না। যার জন্য একটা কাপ বারবার ব্যবহার করতে পারছেন। যেটাতে আপনার স্বাস্থ্য ঝুঁকি একেবারে নেই বললেই চলে।
- প্যাড ব্যবহার করলে অনেকটা স্যাঁতসেঁতে ভাব অনুভব হয়। যা থেকে জরায়ুতে বিভিন্ন ধরণের ব্যাক্টেরিয়া আক্রমণ করে থাকে। আর যেটা থেকে অনেকের জরায়ুতে ক্যান্সার এর মতো রোগ হওয়ার সম্ভাবনা থাকে।
- মেন্সট্রুয়াল কাপ 8-12 ঘন্টা পর্যন্ত ব্লাড ধরে রাখতে পারে। এটা ভরে ওভার ফ্লো হওায়ার ভয় নেই।
- কিন্তু ব্লাড ফ্লো বেশি হলে বা প্যাড অতিরিক্ত ব্লাড ধারণ না করতে পারলে অনেক সময় আমাদের কাপড়ে দাগ লেগে যায় । তখন যদি আমাদের আশে পাশে কেউ থাকে। তাহলে সেটা খুব-ই লজ্জাজনক পরিস্থিতির মধ্যে ফেলে দেয়
- একটা মেন্সট্রুয়াল কাপ প্রায় ৫-১০ বছর ব্যবহার করা যায়।
- কিন্তু একটা প্যাড একবার ই ব্যবহার করা যায়।
- আপনি মেন্সট্রুয়াল কাপ ব্যবহার করার সময় সাঁতার কাটা, দৌড়োদৌড়ি করা, ব্যায়াম করা সবকিছু করতে পারছেন।
- কিন্তু প্যাড ব্যবহার করলে প্যাড খুলে ফেলে তারপর জরুরি কাজ সারতে হয়।
- মেন্সট্রুয়াল কাপ ব্যবহারে কোনো ধরণের চুলকানি বা খিঁচুনি অনুভব হয় না বা বিরক্তি ভাব আসে না।
- অনেকের প্যাডে এলার্জি আছে বা প্যাড ব্যবহার করতে পারেনা যেটাকে স্কিন সেন্সিটিভ বলা হয়ে থাকে।
- যারা বিভিন্ন অফিসে জব করেন, তাদের অফিস চলাকালীন সময় পিরিয়ড হলে বা আগে থেকে পিরিয়ড হয়ে থাকলে একটা কাপ ইউস করলেই সারা দিন কেটে যায়। আলাদা করে প্যাড পাল্টানোর জন্য সমস্যায় পড়তে হয় না।
- কিন্তু প্যাড ব্যবহার করলে প্যাড ব্যাগে করে নিয়ে যাওয়া। তারপর প্যাড ভোরে গেলে সেটা পাল্টাতে অনেক সমস্যায় পড়তে হয়। আবার সবার অফিসের ওয়াশরুম ও তেমন পরিষ্কার থাকে না যার জন্য অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তখন।